
সোমাশ্রী ভট্টাচার্যটেলিপাড়ার চেনা মুখ সোমাশ্রী ভট্টাচার্য। সিরিয়াল থেকে ওয়েব সিরিজ সবেতেই সোমাশ্রী কাজ করেছেন চুটিয়ে। অভিনয়ের পাশাপাশি সোমাশ্রী সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত তিনি শেয়ার করে থাকেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। বাস্তব জীবনে তিনি ভীষণভাবে বোল্ড। যার জন্য তিনি টেলিপাড়ায় বেশ জনপ্রিয়। তবে এবার শাড়ি পরে ছবি দিতেই চূড়ান্ত ট্রোলের শিকার হলেন সোমাশ্রী।
নিজের নতুন বাড়িতে কালীপুজোর আয়োজন করেছিলেন সোমাশ্রী। কালীপুজোর বেশ কিছুদিন পর শুক্রবার বাড়ির পুজো ও নিজের কিছু ছবি শেয়ার করেন সোমাশ্রী। যেখানে তিনি বিকিনি টাইপ ব্লাউজের ওপর হলুদ রঙের শাড়ি পরেছেন। খোলা বুঁকে উঁকি মারছে প্রজাপতি ট্যাটু, উন্মুক্ত নায়িকার পেট। মা কালীর সামনে অভিনেত্রীকে এইভাবে বসে থাকতে দেখেই চটে লাল নেটপাড়ার একাংশ। শালীনতার পাঠ শেখালেন তাঁকে।
সোমাশ্রীকে ট্রোলড করে কেউ লেখেন, পুজোর দিনে কি এমন না সাজলে চলে। আবার কেউ লেখেন, সারাবছর যাই পরুন কেনো পুজোতে তো একটু ভাল করে থাকতে পারতেন। আবার কেউ লেখেন, অন্তর্বাস পরতে ভুলে গেছে, ভগবানের সামনে কি ড্রেস পরেছো। সোমাশ্রী অবশ্য এইসব ট্রোলারদের পাত্তা দেন না। তিনি বরাবরই নিজেকে সাহসী অবতারে দেখতে পছন্দ করেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর বিকিনি পরা ছবি থেকে বোল্ড লুকসের ছবি।

বিকিনিতে বরাবরই সাবলীল নায়িকা। বিচ ভ্য়াকেশন হোক বা সুইমিং পুলে জলকেলি, টু পিসে বরাবরই লাস্য়ময়ী তিনি। স্বামী শুভময়ের সঙ্গেও তাঁর প্রেমের মুহূর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী। ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রসন্ন বছর তিনেক আগেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন। বর্তমানে স্টার জলসার ও মোর দরদিয়াতে মৌলি রায়ের চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রীকে। বেশ কয়েকমাসের বিরতিরপর এই মেগার সঙ্গেই ফের ছোটপর্দায় সোমাশ্রী।