বেশ কিছুদিন ধরে কোল্ডপ্লের জ্বরে ভুগছিল দেশবাসী। দুবাইতে কনসার্ট হওয়ার পর মুম্বই ও আহমেদাবাদে মোট ৫টি কনসার্টের আয়োজন করা হয়। রবিবার ছিল এই ব্রিটিশ ব্যান্ডের শেষ কনসার্ট এই দেশে। শেষ অনুষ্ঠানটি ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন লক্ষ লক্ষ মানুষ। সুরের মূর্ছনায় ভাসলেন তাঁরা। কনসার্টের শেষদিনে ক্রিস মার্টিন তাঁর হাজার হাজার অনুরাগীদের অবাক করে দিলেন বন্দে মাতরম গেয়ে।
কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনের গলায় প্রজাতন্ত্র দিবসের দিন বন্দে মাতরম শুনে গোটা আহমেদাবাদ স্টেডিয়ামে আসা শ্রোতাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। ক্রিস উপস্থিত শ্রোতাদের মনে গভীরভাবে দাগ কেটে নিয়েছেন, যখন তিনি বন্দে মাতরম, মা তুঝে সলমনের মতো গান উপস্থাপন করেন। এদিন কনসার্টের মাঝামাঝি সময়ে এসে দেখা যায় এই কিংবদন্তী গায়ক পিয়ানোতে বসেছেন। একটি স্নিগ্ধ সুর তোলেন তিনি, যা নিমেষে পরিবেশকে শান্ত করে দেয়। ক্রিস পিয়ানো বেঞ্চে বসার সঙ্গে সঙ্গে জনতার প্রত্যাশা বাড়তে থাকে এবং এরপর তিনি বন্দে মাতরম বাজাতে শুরু করেন, তারপরে মা তুঝে সালাম। সঙ্গে আধো উচ্চারনে গান দুটি পরিবেশনও করেন।
ক্রিসের এই পারফর্ম্যান্স উপস্থিত শ্রোতাদের অবাক করে দেয় এবং এরই সঙ্গে তাঁরা মুগ্ধও হন। গোটা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ে। সবশেষে ক্রিস বলেন, ভারতমাতাকে স্যালুট। এই কনসার্টে ক্রিস সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। ক্রিস এদিন বলেন, আজকে সবাইকে খুব সুন্দর লাগছে। আমি একদম ওপরে উঠে সবাইকে দেখেছি। ধন্যবাদ এখানে আসার জন্য। সকলকে স্বাগত। প্রজাতন্ত্র দিবসের দিন ভারতীয় পতাকা উত্তোলন করা, খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ এখানে এসে এই শোটাকে আরও মনোরম করার জন্য। গানের সঙ্গে আলোর খেলাতেও ভেসে চললেন তাঁরা। গানের কথার সঙ্গে মিলিয়ে কখনও লাল, কখনও বা নীল রঙে ভরে উঠল স্টেডিয়াম।
আহমেদাবাদের শেষ কনসার্টে কোল্ডপ্লের কিছু বিখ্যাত ট্র্যাক গান ক্রিস মার্টিন ও তাঁর ব্যান্ড। ১৮ জানুয়ারি মুম্বইতে তাঁদের মিউজিক অফ দ্য স্ফিয়ারস দিয়ে ভারতে এই সফল শুরু করে কোল্ডপ্লে। ১৮, ১৯ ও ২১ জানুয়ারি মুম্বইতে শো ছিল তাঁদের। এরপর শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের পাঁচ বছর পূর্তি উদযাপনেও উপস্থিত ছিলেন ক্রিস মার্টিন। রবিবার ছিল ভারতে তাঁদের শেষ কনসার্ট, যা রীতিমতো অবিস্মরণীয়। অনুষ্ঠানের শেষ হলেও এর রেশ থেকে যাবে সারা জীবন। মনে করছেন অনুরাগীরা।