বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বরখা বিস্ত। প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, পরকীয়ার মতো অভিযোগে বিদ্ধ করেছেন বরখা তাঁর প্রাক্তন স্বামীকে। প্রসঙ্গত, বরখা হিন্দি টিভি ইন্ডাস্ট্রির অন্যতম চেনা মুখ। তবে প্রায়ই তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন। ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে ১৪ বছরের সুখের দাম্পত্য ভাঙে দুবছর আগেই। তবে ইন্দ্রনীলের আগে এই অভিনেতাও নাকি বরখার মন দুটুকরো করেছিলেন।
সেই সময় সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বরখা। ২০০৪ সালে কিতনি মস্ত হ্যয় জিন্দেগি নামে এক সিরিয়ালে কাজ করতেন বরখা। আর তাঁর সহ-অভিনেতা হিসাবে ছিলেন করণ সিং গ্রোভার। সেটেই তাঁদের প্রেমচর্চা শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরখা স্বীকার করে নিয়েছেন যে করণ তাঁর চেয়ে বয়সে ছোট হলেও করণের প্রেমে পড়েন তিনি। বরখা জানিয়েছেন ২ বছরের স্পর্ক ছিল করণের সঙ্গে। ব্রেকআপ প্রসঙ্গে নায়িকা বলেন, আমরা সেই সময় অতটা পরিণত ছিলাম না। করণ খুবই দয়ালু ছিল, সহজাত ভাবেই দয়া বিষয়টা ছিল ওর মধ্যে, সেটাই আমাকে আকৃষ্ট করেছিল।
এরপর বরখা এও বলেন, মুম্বইতে বেশির ভাগ মানুষ এক্কেবারেই দয়ালু নন। তাই, ওর এই স্বভাব দেখে, আমি আকৃষ্ট হই। তার উপর ওর সুঠাম শরীর ছিল। আমার বয়স মাত্র ২৩ বছর! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা দু’জনে দু’রকম মানুষ হয়ে যাই। আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়।” বরখা জানিয়েছেন, মুম্বইতে সে বারই প্রথম তাঁর মন ভেঙেছিল। একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। করণ বরখার চেয়ে ২ বছরের ছোট ছিলেন। তবে বরখার সেই ২ বছরের সম্পর্ক ভাঙার পর তা নায়িকাকে বেশ প্রাভাবিত করেছিল।
তবে করণের ওপর এখন আর কোনও রাগ নেই বরখার। বরং এখনও তাঁর প্রতি ভালোবাসাই রয়েছে এবং করণের ভালই চান অভিনেত্রী। অপরদিকে, করণও তাঁর বরখা সহ অতীতের একাধিক সম্পর্ককে ভুলে বিপাশার সঙ্গে সুখে সংসার করছেন। বিপাশা ও করণের একটি কন্যা সন্তানও রয়েছে।