Srabanti Chatterjee: জন্মদিনে 'হবু বউমা'কে আদর শ্রাবন্তীর, প্রেমিকার বার্থডে সেলিব্রেট করলেন ঝিনুক

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলেই জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে ঝিনুকের প্রেমিকা কে। মডেলিং জগতের বেশ পরিচিত মুখ দামিনী। বেশ কিছু বছর ধরেই ঝিনুক তথা অভিমন্যুর সঙ্গে সম্পর্কে রয়েছেন দামিনী।

Advertisement
জন্মদিনে 'হবু বউমা'কে আদর শ্রাবন্তীর, প্রেমিকার বার্থডে সেলিব্রেট করলেন ঝিনুকদামিনীর জন্মদিনে ঝিনুক ও শ্রাবন্তী
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলেই জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে ঝিনুকের প্রেমিকা কে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলেই জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে ঝিনুকের প্রেমিকা কে। মডেলিং জগতের বেশ পরিচিত মুখ দামিনী। বেশ কিছু বছর ধরেই ঝিনুক তথা অভিমন্যুর সঙ্গে সম্পর্কে রয়েছেন দামিনী। সদ্যই তাঁর জন্মদিন গিয়েছে। আর দামিনীর জন্মদিনে শুধু ঝিনুককে নয়, দেখা গেল শ্রাবন্তী ও নায়িকার দিদিকেও। স্বপরিবারে হবু পুত্রবধূর জন্মদিন সেলিব্রেট করা হল। 

দামিনী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দামিনীকে দেখা গিয়েছে পলকা ডট প্রিন্টের হল্টার নেক ড্রেসে। হাতে ধরে রয়েছেন বার্থডে কেক। আর একটি ছবিতে দেখা গেল প্রেমিকাকে কেক খাইয়ে দিচ্ছেন ঝিনুক। জন্মদিনে স্নেহের চুম্বন দিতে ভুললেন না শ্রাবন্তী। সঙ্গে রয়েছেন ঝিনুকের মাসিও। বন্ধু-বান্ধব, ঝিনুক, শ্রাবন্তী ও পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলেন দামিনী।  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ছেলের প্রেমিকার জন্মদিনে শ্রাবন্তী পরেছিলেন সাদা ও সবুজ প্রিন্টের শার্ট ও কালো জিনস। সঙ্গে ছিলেন শ্রাবন্তীর দিদিও। শহরের বাইরে কোনও রিসর্টে দামিনীর জন্মদিনের আয়োজন করা হয়। ঝিনুকের প্রেমিকার বন্ধুদের মধ্যে দেখা গিয়েছে শুভশ্রীর দিদির ছেলেকেও। তিনি দামিনীর খুব ভাল বন্ধু। স্কুলজীবন থেকেই একে-অপরের সঙ্গ প্রেম করছেন ঝিনুক ওরফে অভিমন্যু আর দামিনী। কখনই নিজেদের প্রেম লুকিয়ে রাখেননি তাঁরা। 

য়সেও ৬ বছরের বড় তিনি শ্রাবন্তী-পুত্রের থেকে। কিন্তু তাতে ভালোবাসা বাধ মানেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানালেন, ভবিষ্যতে একসঙ্গেই সেটল করার ইচ্ছে রয়েছে দামিনী আর ঝিনুকের। হামেশাই একসঙ্গে ছুটি কাটাতে যান শ্রাবন্তী, ঝিনুক ও দামিনী। ঝিনুকের প্রথম প্রেম। তাই দামিনীকে আগলে রাখেন শ্রাবন্তী-পুত্র। এক সংবাদমাধ্যমকে শ্রাবন্তী জানিয়েছেন যে তাঁর ও ছেলের অভিভাবক এখম দামিনী। 

শ্রাবন্তীর থেকে দামিনী ১০ বছরের ছোট। তাই নায়িকার সঙ্গে হবু বউমার সম্পর্ক বোনের মতো। প্রেম নিয়ে কোনওদিনই সেভাবে লুকোছাপা করেননি দামিনী আর ঝিনুক। ভালোবাসার সম্পর্কে শিলমোহর দিয়ে ফেলেছিলেন ২০২১ সালের ১ জানুয়ারিতে। যদিও তার অনেক আগে থেকেই শ্রাবন্তীর বাড়িতে আনাগোনা দামিনীর।  

Advertisement

POST A COMMENT
Advertisement