টেলিপাড়ার পরিচিত মুখ শ্রুতি দাস। ছোটপর্দায় এখন আর দেখা না গেলেও অভিনেত্রীর ডেবিউ হতে চলেছে বড়পর্দাতে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আমার বস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। অভিনয়ের পাশাপাশি নায়িকা সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়। নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ভিডিও পোস্ট করে শ্রুতি ফিরে গেলেন তাঁর প্রেম জীবনে।
সম্প্রতি শ্রুতি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে শ্রুতি স্বামীর পাশে গাড়িতে বসে রয়েছেন। গাড়ি চালাচ্ছেন স্বর্ণেন্দু। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রুতি ও স্বর্ণেন্দু টুইনিং করেই পোশাক পরেছেন। স্বর্ণেন্দুর পরনে ছিল আকাশী পাঞ্জাবি। অন্যদিকে, শ্রুতি পরেছিলেন কালো টপের উপর নীল সাদায় কাজ করা জ্যাকেট। ভিডিওর ভেতরেই লেখা ফুটে ওঠে, স্টুডিয়োর বাইরে লুকিয়ে দেখা করা থেকে ওঁর ড্রাইভিং সিটের পাশে বসা।
আর এই ভিডিওর মাধ্যমেই জানা গেল যে শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেমপর্ব চলাকালীন তাঁরা লুকিয়ে লুকিয়ে স্টুডিওর বাইরে দেখা করতেন। আসলে শ্কুতি-স্বর্ণেন্দু অনেক কঠিন পথ চলার পর তাঁদের সম্পর্ক পরিণতি পায়। শ্রুতি সঙ্গে তাঁর স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের বয়সের ফারাক প্রায় ১৪ বছর। পরিচালককে বিয়ে করা নিয়ে কম কটূক্তির শিকার হতে হয়নি অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রির অনেকেই জানিয়েছিলেন যে শ্রুতি কাজ পাওয়ার আশায় স্বর্ণেন্দুর সঙ্গে ঘর বেঁধেছিলেন। সেই এইসব কটাক্ষকে কোনও সময়ই পাত্তা দিতে চাননি শ্রুতি।
প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় মেগা 'ত্রিনয়নী' -তে কাজ করতে গিয়েই মেগার পরিচালক স্বর্ণেন্দুর প্রেমে পড়েন শ্রুতি। প্রথমে নায়িকার বাড়িতে থেকে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আপত্তি থাকলেো পরবর্তীতে সকলের উপস্থিতিতেই আইনি বিয়ে সারেন তাঁরা। ২০২৩ সালের ৯ জুলাই বিয়ে সেরে ফেলেছিলেন পর্দার শ্রুতি দাস। তবে এখনও তাঁদের সামাজিক বিয়ে হয়নি।
কাজের সূত্রে আর কিছুদিনের মধ্যেই উইন্ডোজ প্রোডাকশন হাউজের হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন শ্রুতি। তাঁকে রাখী গুলজারের সঙ্গে 'আমার বস' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, দোলের দিন অর্থাৎ ১৪ মার্চ হইচইয়ের পর্দায় এসেছিল 'ডাইনি' সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নায়িকাকে দেখা গিয়েছিল।