রুকমা রায়ছোটপর্দা থেকে অনেকদিনই দূরে রুকমা রায়। শেষ তাঁকে ঋষি কৌশিকের সঙ্গে একটি সিরিয়ালে দেখা গেলেও তারপর আর তাঁর পাত্তা পাওয়া যায়নি। এমনিতেই পায়ের তলায় সর্ষে অভিনেত্রীর। ঘুরতে ভীষণ ভালোবাসেন। অক্টোবরের প্রথমদিকেই থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই চরম বিপদে পড়েন ছোটপর্দার এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তিনি এই নিয়ে ছোট ভিডও পোস্ট করেছেন।
রুকমা থাইল্যান্ডে যে ঘুরতে গিয়েছেন এ কথা সকলেই জানেন। কিন্তু সেখানে গিয়ে আচমকা এক বিপদের মুখে পড়তে হয়েছিল। এমনই বিপদ যে রুকমা ভেবেছিলেন যে তিনি হয়ত আর ফিরতে পারবেন না। কিন্তু এমনটা হয়নি। রুকমা নিরাপদেই আছেন। ঠিক কী ঘটেছিল রুকমার সঙ্গে? নায়িকা যে ছোট ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যে তিনি থাইল্যান্ডের ক্রাবি দ্বীপের একটি সমুদ্রে বোটের মধ্যে রয়েছেন। হঠাৎই সমুদ্রে ঝড় ওঠে, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে বোটের ওপর, সমুদ্রের গর্জনে রীতিমতো ভয় পেয়ে যান রুকমা সহ আরও যাঁরা ওই বোটে ছিলেন।
রুকমা ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, কিছু মিনিটের জন্য তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ মাঝ সমুদ্রে সেই ঝড় আর বোটে তাঁরা ছাড়া আর কিছুই নেই। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ঝড় থেমে যায় আর তাঁরা নিরাপদে পাড়ে ফিরে আসতে পারেন। তবে এই ঘটনা থেকে রুকমা শিখলেন যে প্রকৃতি কতটা শক্তিশালী। বলা চলে ঝড়ের মুখ থেকে বেঁচে ফিরে এসেছেন নায়িকা। প্রসঙ্গত, রুকমা এখন কলকাতায় ফিরে এসেছেন। দীপাবলি ও ভাইফোঁটা এখানেই কাটিয়েছেন তিনি।
কখনও একা আবার কখনও বা বন্ধুদের সঙ্গে নিয়েই বেড়িয়ে পড়েন অভিনেত্রী। থাইল্যান্ডে আগেও গিয়েছেন তিনি। পুজোর পর পরই ফের ভ্যাকেশনে থাইল্যান্ডে চলে যান তিনি। সেখান থেকে বিকিনি পরে ছবিও পোস্ট করেন। তবে এমন বিপদে যে তিনি পড়েছিলেন তা জানা যায়নি। টেলিভিশন দুনিয়ায় রুকমা বেশ জনপ্রিয় মুখ। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। ধারাবাহিক থেকে সিরিজ সব মাধ্যমেই তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। তবে এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরেই আছেন অভিনেত্রী।
মনের মতো চরিত্র পাচ্ছেন না বলেই টেলিভিশনে ফিরতে পারছেন না। নষ্টনীড় সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে এসেছেন রুকমা। শাড়ির প্রতি তাঁর নিজের ভালোবাসা তো আছেই একইসঙ্গে তাঁর নতুন এই পথচলায় প্রেরণা জুগিয়েছে বাঙালি নারীর শাড়ির প্রতি আদি ও অকৃত্রিম ভালোবাসা। পুজোর আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে রুকমার নতুন শাড়ি ব্র্যান্ডের।