Pratyusha Paul: মেনে নিতে পারেননি বান্ধবীর মৃত্যু, ছোটপর্দা থেকে কেন দূরে প্রত্যুষা?

Pratyusha Paul: টেলি দুনিয়ায় খুবই পরিচিত মুখ প্রত্যুষা পাল। একসময় চুটিয়ে ছোটপর্দায় অভিনয় করেছেন অভিনেত্রী। তবু মনে রেখো সিরিয়ালের হাত ধরে প্রত্যুষা টেলিভিশনে পা রাখেন। পরপর বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করার পর হঠাৎ করেই ছোটপর্দা থেকে গায়েব হয়ে যান প্রত্যুষা।

Advertisement
মেনে নিতে পারেননি বান্ধবীর মৃত্যু, ছোটপর্দা থেকে কেন দূরে প্রত্যুষা?প্রত্যুষা পাল
হাইলাইটস
  • টেলি দুনিয়ায় খুবই পরিচিত মুখ প্রত্যুষা পাল।

টেলি দুনিয়ায় খুবই পরিচিত মুখ প্রত্যুষা পাল। একসময় চুটিয়ে ছোটপর্দায় অভিনয় করেছেন অভিনেত্রী। তবু মনে রেখো সিরিয়ালের হাত ধরে প্রত্যুষা টেলিভিশনে পা রাখেন। পরপর বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করার পর হঠাৎ করেই ছোটপর্দা থেকে গায়েব হয়ে যান প্রত্যুষা। সম্প্রতি সায়ন্ত মোদকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শিরোনামে উঠে আসলেও প্রত্যুষা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই খবর একদম ঠিক নয়। তবে এইসবের মধ্যেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এত ভাল অভিনেত্রী হওয়ার পরও কেন ছোটপর্দা থেকে দূরে রয়েছেন প্রত্যুষা। 

এক সংবাদমাধ্যমকে প্রত্যুষা জানিয়েছেন তাঁর অভিনয় থেকে দূরে থাকার কারণ। তিনি জানিয়েছেন পল্লবী দে-এর মৃত্যুর পর থেকেই প্রত্যুষা নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনয় জগত থেকে। পল্লবী দে-কে নিশ্চয়ই সবার মনে আছে ? ২০২২ সালে মাত্র ২৫ বছর বয়সে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় আমি সিরাজের বেগম খ্যাত নায়িকাকে। সেই সময় পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী গ্রেফতার হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। আর পল্লবীর এই মৃত্যুতে নড়েচড়ে বসেছিল গোটা টলিউড। অভিনেত্রীর বেশ কিছু বন্ধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রত্যুষা। 

পল্লবী ও প্রত্যুষা ছিল খুব ভাল বন্ধু। অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ২০২২ সালে তাঁর কাছের বন্ধু পল্লবীর মৃত্যু হয়। বন্ধুর এই মৃত্যুকে মেনে নিতে পারেননি প্রত্যুষা। তাই নিজেকে সামলাতে কাজ থেকে দূরে চলে যান অভিনেত্রী। কারণ প্রত্যুষা বুঝতে পারছিলেন তার মন খরাপের প্রভাব কাজের ক্ষেত্রেও পড়ছে। প্রত্যুষার কথায়, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেটা সামলাতে গিয়েই বাধ্য হয়ে অভিনয় থেকে দূরে থাকতে হয়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এ ভাবেই নিজেকে বিনোদন দুনিয়া থেকে সাময়িক বিচ্ছিন্ন করে নেন ‘গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে’ ধারাবাহিকের নায়িকা। তবে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন প্রত্যুষা। ব্লগিং করছেন বেশ কিছু বছর ধরে। ২০২৪-এ আবার কাজে ফেরেন। একটি ছবিতে অভিনয় করেছেন। বিশেষ কোনও সমস্যায় ছবিমুক্তি আটকে গিয়েছে। সদ্য শেষ করলেন ‘খাঁচা’ ছবির শ্যুটিং। এই ছবি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। তবে ছোটপর্দায় ফিরতে আগ্রহী অভিনেত্রী। আবার চুটিয়ে অভিনয় করতে চান তিনি। এই মুহূর্তে প্রত্যুষা পাল অভিনীত 'এসো মা লক্ষ্মী' ফের সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement