মধুবনী গোস্বামীছোটপর্দাকে অনেক আগেই বিদায় জানিয়েছেন মধুবনী গোস্বামী। মাঝে টুকটাক কাজ করলেও তাঁর প্রধান পেশা এখন ডেইলি ভ্লগিং, নিজের পার্লার আর সম্প্রতি শুরু করেছেন ব্যাগের ব্যবসাও। আর এইসব নিয়েই মাঝে মধ্যেই মধুবনী বিতর্কের কেন্দ্রে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে নেটিজেনদের একাংশ মাঝে মধ্যেই তাঁকে তুলোধনা করেন। এবার তার ব্যতিক্রম হল না। নিজের ব্যবসার প্রচার করতে গিয়ে ফের ট্রোলড হলেন মধুবনী।
সম্প্রতি মধুবনী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর পার্লারের বিভিন্ন অফার নিয়ে প্রচার করছিলেন। আর সেখানেই তিনি বলেন, তোমার বাপের যদি প্রচুর টাকা থাকে। এই কথা বলতেই রেগে কাঁই নেটিজেনের একাংশ। অনেকেই বলছেন, ব্যবসার প্রচার করতে গিয়ে বাবা তুলে কেন কথা বলছেন মধুবনী। এই প্রচার কৌশল একেবারেই পছন্দ হয়নি নেট নাগরিকদের। আর সেই কারণেই ট্রোলের শিকার হলেন তিনি। কেউ লেখেন, শেষে বাবা তুলে কথা বলছেন, ছিঃ। আবার একজন লেখেন, এমন ভাবে বলছেন যেন আপনিই সবাইকে কাজ দেবেন।
এখানেই শেষ নয়, কেউ কেউ মধুবনীকে শ্রদ্ধা কাপুরের গয়নার বিজ্ঞাপনের প্রচার কৌশল নকল করার অভিযোগও এনেছেন। আসলে কিছুদিন আগেই একই ধাঁচে গয়নার সংস্থার প্রচার শুরু করেছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু বি-টাউন নায়িকার প্রচার কৌশল নিয়ে কেউ কোনও প্রশ্ন করেননি। অনেকেই বলছেন শ্রদ্ধাকে নকল করছেন মধুবনী। এটাই প্রথম নয়, এর আগেও মধুবনী একাধিকবার ট্রোল-কটাক্ষের শিকার হয়েছেন। কখনও শাঁখা-পলা পরা নিয়ে আবার কখনও বা সন্তানের জন্য কেরিয়ার বিসর্জন দেওয়া নিয়ে।
মধুবনীর স্বামী রাজা টেলিভিশনের চেনা মুখ। তিনি চুটিয়ে অভিনয় করছেন। এখন তাঁকে চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে। তবে মধুবনী বহু বছর আগেই ছোটপর্দা থেকে সরে এসেছেন। মাঝে তাঁকে চিরসখা সিরিয়ালে আইনজীবীর চরিত্রে দেখা গেলেও এখন একেবারে ব্যবসাতেই মন দিয়েছেন তিনি। যদিও এই সব কটাক্ষের এখনও কোনও জবাব আসেনি অভিনেত্রীর তরফে।