
ওয়েব দুনিয়ায় তিনি প্রথম মহিলা গোয়েন্দা 'দময়ন্তী'।

তাঁকে এক ঝলক দেখেই বোঝা গিয়েছিল তুহিনা দাস অনেক দূর এগোবেন।

অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ' ছবিতে 'বৃন্দা' চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় তুহিনা। তাঁর বোল্ড লুকস মাঝে মধ্যেই ঝড় তোলে নেট দুনিয়ায়।

সুইমিং পুলে নীল মনোকিনি পরে শুয়ে রয়েছে তুহিনা। তাঁর চাবুক ফিগার ঝড় তুলছে নেট দুনিয়ায়।

কখনও আবার পুলের জলে নেমে পোজ দিচ্ছেন তিনি।

তুহিনা দাসের বোল্ড অবতারে যে বারবার অনুরাগীদের বুকে ছ্যাঁকা লেগেছে! তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

দেড় বছর ধরে বাংলায় নেই তুহিনা দাস। নিজের রাজ্যে, নিজের শহরে যাতায়াত আছে।

পরপর ৩টে হিন্দি সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি

কাঁথির মেয়ে তুহিনা আজ নিজের অভিনয়ের জোরে পা শক্ত করেছেন।

বাংলা হাতে গোনা কয়েকটি কাজই করেছেন পর্দার 'দময়ন্তী'।

তবে ভাল কাজ পেলে অবশ্যই তা করতে চান তুহিনা।