
ইন্দ্রনীলের সঙ্গে প্রায় ১৪ বছরের সংসার ভেঙেছে বরখার।

টলিপাড়ার এক নায়িকার প্রেমে পড়েছিলেন নাকি ইন্দ্রনীল। আর তার জন্যই ঘর ভাঙে বরখার।

তবে ডিভোর্সের পর মীরা ও কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি। মীরার দেখভাল ইন্দ্রজিৎ ও বরখা দুজনে মিলে করেন।

চর্চিত প্রেমিক আশিস শর্মার বাড়িতে দিওয়ালি পার্টিতে দেখা গেল বরখাকে।

কালো রঙের ব্লাউজ ও শাড়িতে বরখাকে দারুণ সুন্দরী লাগছিল। আশিসের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন বরখা।

তবে বরখার সঙ্গে এই পার্টিতে এসেছিল মেয়ে মীরাও।

লহেঙ্গা চোলি পরেছিল মেয়ে মীরা। মা বরখার সঙ্গে দিওয়ালি পার্টি উপভোগ করে সে।

আশিস শর্মার বাড়ির রান্নাঘরে অন্যদের সঙ্গে বরখাকেও দেখা যায় সাহায্য করতে।

মা-মেয়ে এই পার্টিতে দারুণ মজা যে করেছেন তা বলাই বাহুল্য।

এখন জীবনকে একেবারে নিজের মতো করে উপভোগ করছেন বরখা।

শোনা যাচ্ছে, আশিসের সঙ্গে অনেকটাই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

বি-টাউনে দিওয়ালি পার্টি ছোট বড় সব সেলেবদের বাড়িতেই হয়ে থাকে।

বরখাকে এই মুহূর্তে 'কিউ কি সাঁস ভি কভি বহু থি' সিরিয়ালে দেখা যাচ্ছে।