
প্রতি বছরের মতো ঘরোয়া দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন সইফ ও সোহা আলি খান।

আর সেই পার্টিতে নজর কাড়লেন সইফ। লাল রঙের পাঞ্জাবি ও ঘিয়ে রঙের ধুতি পরে বাঙালি সেজেছিলেন তিনি।

বাঙালি ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা পাঞ্জাবি পরেছিলেন সইফ।

শুধু সইফ নয়, পুত্র তৈমুরকেও দেখা গিয়েছে লাল পাঞ্জাবিতে, যা অভিষেকের ডিজাইন করা।

সইফের এই পার্টিতে দেখা গেল করিনা কাপুর, অমৃতা অরোরা ও কুণাল খেমুকেও।

ভাই-বোন দুজনের পোশাকের রঙই ছিল লাল।

সোহা ও করিনার সঙ্গে পোজ দিলেন অমৃতা। এদিন করিনা পরেছিলেন নীল রঙের লহেঙ্গা।

এই পার্টিতে দেখা গেল দিদি করিশ্মা কাপুরকেও।

দিওয়ালি পুজোর পর ননদ-বৌদি সোহা ও করিনা পোজ দিয়ে ছবি তুলতে ভুললেন না।

মেয়ের সঙ্গেও পোজ দিলেন সোহা। লাল রঙের চুড়িদারে মিষ্টি লাগছিল পতৌদি পরিবারের মেয়েকে।

প্রতি বছরই দিওয়ালি পার্টির আয়োজন করেন সইফ আলি খান ও করিনা কাপুরের পরিবার।