Bianca Censori Nude Dress: গ্র্যামিতে বিয়াঙ্কার 'নগ্ন' VIRAL, স্বামী-স্ত্রী দুজনকেই বহিষ্কার?

পোশাকের নামে প্রহসন! গ্র্যামি অ্যাওয়ার্ডস রেড কার্পেটে ব়্যাপার কেনি ওয়েস্ট ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেন্সরির পোশাক দেখে মাথা ঘুরেছে গোটা বিশ্বের নেটিজেনদের। পোশাক বিতর্কে বারবার নাম জড়ান কেনি ও তাঁর স্ত্রী। এর আগে ভাইরাল হয়েছিল বিয়াঙ্কার বাথটবের ভিডিও। এবার ন্যুড পোশাকে দেখা গেল বিয়াঙ্কাকে।

Advertisement
গ্র্যামিতে বিয়াঙ্কার 'নগ্ন' VIRAL, স্বামী-স্ত্রী দুজনকেই বহিষ্কার?রেড কার্পেটে 'ন্যুড পোশাক'-এ ব়্যাপার কেনির স্ত্রী বিয়াঙ্কা

পোশাকের নামে প্রহসন! গ্র্যামি অ্যাওয়ার্ডস রেড কার্পেটে ব়্যাপার কেনি ওয়েস্ট ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেন্সরির পোশাক দেখে মাথা ঘুরেছে গোটা বিশ্বের নেটিজেনদের। পোশাক বিতর্কে বারবার নাম জড়ান কেনি ও তাঁর স্ত্রী। এর আগে ভাইরাল হয়েছিল বিয়াঙ্কার বাথটবের ভিডিও। এবার ন্যুড পোশাকে দেখা গেল বিয়াঙ্কাকে। নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে গ্র্যামি অ্যাওয়ার্ড শোতে বিয়াঙ্কার পরনের ট্রান্সপ্যারেন্ট পোশাক অর্থাৎ নগ্ন স্বচ্ছ পোশাক, যাতে শরীরের সমস্ত অঙ্গই দৃশ্যমান। পোশাকটি হল ন্যুড ড্রেস। রবিবার কেনি ওয়েস্ট এবং বিয়াঙ্কা সেন্সরিকে ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৬৭-তম গ্র্যামি অ্যাওয়ার্ডস থেকে রেড কার্পেটে এই পোশাকে আসার হাঁটার পরই তাঁদের বাইরে বের করে দেওয়া হয়।

প্রথমে দু'জনই অনুষ্ঠানে আসেন স্বাভাবিক পোশাকে। দু'জনেই পাপারাজ্জিদের জন্য পোজও করছিলেন। কেনিকে দেখা যায় কালো পোশাকে আর বিয়াঙ্কা এসেছিলেন কালো লম্বা কোটে। কিন্তু সেটি খুলে ফেলতেই কেলেঙ্কারি কাণ্ড! নগ্ন স্বচ্ছ পোশাকে রেড কার্পেটে বিয়াঙ্কার ছবিও তোলেন পাপারাজ্জিরা। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড়।

এন্টারটেইনমেন্ট টুনাইট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, কেনি এবং বিয়াঙ্কা সহ পাঁচজনকে রেড কার্পেটে আসার পর চলে যেতে বলা হয়েছিল তাঁদের। এই অ্যাওয়ার্ড শোতে কেনি ওয়েস্ট দু'টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তাঁর মনোনয়ন সত্ত্বেও, শুধুমাত্র পোশাক কাণ্ডের জন্যই তাঁকে এবং বিয়াঙ্কাকে আনুষ্ঠানিকভাবে ইভেন্ট থেকে বের করে দেওয়া হয় কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে এটাও বলা হচ্ছিল, যে তিনি পুরস্কার জিতলেও তা নিতে মঞ্চে আসবেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিয়াঙ্কার এই ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও বড়সড় বিতর্ক তৈরি হয়। সকলেই এর সমালোচনা করছে।

দীর্ঘ কালো পশমের কোট পরে আসা বিয়াঙ্কার হঠাৎ পোশাক খুলে ফেলাকে পাবলিক স্টান্ট বলে সমালোচনা করেছেন নেটাগরিকেরা। 

এর আগে বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। পরে কিম কার্দাশিয়ানকে বিয়ে করে তিনি শিরোনামে আসেন। কিমের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যে বিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়ান কেনি।

Advertisement

POST A COMMENT
Advertisement