শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের পর ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা। দীর্ঘ নয় বছর পর ভারতীয় ছবিতে ফের কাজ করবেন পিসি। তাঁকে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির আসন্ন ছবি 'এসএসবিএম ২৯' (SSMB 2)-এ কাস্ট করা হয়েছে। ছবিতে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এই ছবি নিয়ে বিনোদন দুনিয়ায় শোনা যাচ্ছে জোর গুঞ্জন। প্রিয়াঙ্কা নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই ছবিটির জন্যে।
৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা?
গুঞ্জন শোনা যাচ্ছে, 'এসএসবিএম ২৯' ছবিটির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা। যা ভারতীয় যে কোনও অভিনেত্রীর পারিশ্রমিকের চেয়ে বহুগুণ বেশি। এর আগে দীপিকা পাড়ুকোন 'পদ্মাবত' ছবির পারিশ্রমিক হিসেবে ১৩ কোটি টাকা নিয়েছিলেন। যেটি সে সময় যে কোনও ভারতীয় অভিনেত্রীর জন্য সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। অন্যদিকে অভিনেতাদের মধ্যে রণবীর সিং এবং শহিদ কাপুর পেয়েছেন ১০ কোটি টাকা। দীপিকার পর এখন প্রিয়াঙ্কা সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। ফলে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় তিনি শীর্ষে উঠে এসেছেন।
দেশের পাশাপাশি প্রিয়াঙ্কার আন্তর্জাতিক অনুগামীদের সংখ্যা বিপুল। তাঁর হলিউডের বহু কাজ সুপারহিট হয়েছে। রাজামৌলির ছবিতে পিসির কাজ করলে, নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবেও এই ছবির মাত্রা বাড়বে। 'এসএসবিএম ২৯' ছবিতে, মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখা যাবে। খবর অনুযায়ী, ছবিটির শ্যুটিং এপ্রিল মাসে শুরু হবে এবং ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
একটি পুরনো সাক্ষাৎকারে, প্রিয়াঙ্কা চোপড়াকে বলতে শোনা গিয়েছিল, তিনি বলিউডে তাঁর পুরুষ সহ-অভিনেতাদের মতো এত অর্থ পাননি কখনও। তিনি প্রায় ২২ বছরে ৬০টির মতো ছবিতে কাজ করেছিলেন। অভিনেত্রী বলেন, 'বলিউডে আমায় কখনও সমান পারিশ্রমিক দেওয়া হয়নি। আমি সব সময় আমার পুরুষ সহ-অভিনেতাদের পারিশ্রমিকের ১০% পেয়েছি। বলিউডে অর্থের ব্যবধান বেশ বড়। অনেক অভিনেত্রী এই সব নিয়ে কথা বলেছেন। আমিও বলিউডে কোনও পুরুষ সহ-অভিনেতার সঙ্গে কাজ করলে, কথা বলব। আমরা সমান অর্থ পাওয়ার চেষ্টা করেছেন। আমরা চেয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি।'