আটই অগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' হচ্ছে না। ঘোষণা করেও শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের মুখে পিছু হঠতে বাধ্য হল ইউনূস প্রশাসন। প্রসঙ্গত, বুধবার, ২৫ জুন এক বিজ্ঞপ্তিতে আটই অগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' হিসাবে পালিত হবে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তবর্তী সরকার। এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করার কারণ হল ২০২৪-এর আটই অগস্ট দায়িত্বভার গ্রহণ করেছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। তার আগে পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরই দেশ ছেড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই ঘোষণার চার দিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হল ইউনূস প্রশাসন।
Yunus administration backs down on new Bangladesh day announcement