দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণির পেশাদার জীবন নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে বেশি চর্চিত তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। পরীর ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্ক। তার ওপর প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ এইসব নিয়েও কম চর্চা হয় না। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একাই থাকেন পরী। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। যদিও তাঁর নতুন প্রেম নিয়ে চর্চা হামেশাই শোনা যাচ্ছে। আর তারই মাঝে ইদের দিন মেহেন্দি পরা ছবি দিয়ে পরী তাঁর প্রেমের চর্চাকে আরও কিছুটা উস্কে দিলেন।
বাংলাদেশের বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে পরীমণির প্রেমের খবর। তিনি নাকি নতুন সম্পর্ক জুড়েছেন গায়ক শেখ সাদীর সঙ্গে। যদিও এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চান পরীমণি। যদিও কিছু রহস্যজনক পোস্টে এটা বোঝা গিয়েছিল যে ঢাকাই নায়িকার জীবনে নতুন মানুষের আগমন হয়েছে। এবার সেই জল্পনা কিছুটা জোরালো হল ইদের দিন পরীর নতুন ছবি থেকে।
ইদের দিন পরীমণি তাঁর মেহেন্দি হাতের ছবি শেয়ার করেন সোস্যাল মিডিয়া পেজে। দেখা যাচ্ছে, হাতে সেলাইন দেওয়া রয়েছে। বোঝাই যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিন্তু তার মাঝেই ইদ পালন করেছেন। তবে এই সবের মাঝে নজর কাড়ল পরীর মেহেন্দি হাতে লেখা একজনের নামের প্রথম অক্ষর। মেহেন্দির কল্কার মাঝে ফুটে উঠেছে 'এস' অক্ষরটি। যা দেখে নেটিজেনদের দাবি, শেখ সাদীর নামের আদ্যাক্ষর নিজের মেহেন্দিতে ফুটিয়ে তুলেছেন পরী। যদিও এই নিয়ে পরী নিজে কিছুই বলেননি।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার নিজের বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। একইভাবে শেখ সাদীও ফেসবুকে একাধিকবার ছবি শেয়ার করে জানান দিয়েছেন পরী ও তার সম্পর্কের কথা। ইদের দিনও পরী তাঁর বাড়ির ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে দেখা গিয়েছে তাঁর বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে। ইদের আগের রাত থেকেই পরীর বাড়ি সাজানোর কাজ চলছিল। পরী নিয়মিত রোজা না রাখলেও যখন রেখেছেন নিষ্ঠাভরেই রেখেছেন। তাঁর বাড়িতে ইফতার পার্টির আয়োজনও হয়েছিল।