Pori Moni: 'বয়স ও দায়িত্ব দুটোই বেড়েছে', ইদে কী করছেন পরীমণি?

Pori Moni: বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির জনপ্রিয়তা এপার বাংলাতেও কম কিছু নয়। তাঁর সৌন্দর্য পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দেয়। বিতর্কে ভরা পরীর জীবন। তবে সবকিছুকে সামলে নিজের মতো করে জীবন যাপন করছেন নায়িকা।

Advertisement
'বয়স ও দায়িত্ব দুটোই বেড়েছে', ইদে কী করছেন পরীমণি?পরীমণি
হাইলাইটস
  • বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির জনপ্রিয়তা এপার বাংলাতেও কম কিছু নয়।

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির জনপ্রিয়তা এপার বাংলাতেও কম কিছু নয়। তাঁর সৌন্দর্য পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দেয়। বিতর্কে ভরা পরীর জীবন। তবে সবকিছুকে সামলে নিজের মতো করে জীবন যাপন করছেন নায়িকা। দুদিন পরই খুশির ইদ। ইফতার পার্টি করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই বছর কীভাবে ইদ পালন করবেন পরী?

পরী বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর ছোটবেলার ইদের কথা। সেই সময় আর পাঁচজন কিশোরীর মতোই নতুন জামা, আঙুলে নেলপলিশ, মেহেন্দি, ভালমন্দ খাওয়া-দাওয়া সবকিছুই ভাল লাগত। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই আগের উন্মাদনা আর নেই পরীর মধ্যে। কিন্তু এখন পরীমণি ইদের সময় সেই উত্তেজনা অনুভব করেন না। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে তাঁর ইদের প্ল্যান জানালেন নায়িকা। 

পরী এই নিয়ে বলেছেন, তিনি ছোট থেকেই অনাথ। নানাভাইয়ের কাছে মানুষ। তাই ইদ নিয়ে  খুব আনন্দ করার মতো পরিস্থিতি কোনওদিনই ছিল না তাঁর। কিন্তু পরীর নানা (দাদু) চাইতেন তাঁর নাতনি আনন্দ করুক। আর নায়িকার বয়সটাও অল্প ছিল। ইদের সকিছুই নায়িকাকে আকর্ষণ করত খুব বেশি করে। পরী বলেন যে এখন তাঁর বয়স বেড়েছে। দায়িত্ব অনেক। একদিকে অভিনয় পেশার ব্যস্ততা অন্যদিকে দুই সন্তানের মা। তারওপর পরী প্রেগন্যান্ট মহিলাদের জন্য পোশাক বিপণীও খুলেছেন।  তাই ইদের আনন্দে আগের মতো মজা করার সময় নায়িকার কাছে নেই। 

তবে ইদ বলে কথা নতুন পোশাক না কিনলে কী করে হয়। পরী নিজের জন্য নতুন শাড়ি কিনেছেন। দুই সন্তান পদ্ম ও সাফিরা সুলতানা প্রিয়মের জন্য পোশাক কিনেছেন। তাঁদের সঙ্গে নিয়েই ইদ উদযাপন করবেন পরী। প্রসঙ্গত, পরী দু বছর আগেই কলকাতায় এসে ইদের শপিং করে গিয়েছিলেন। তবে গত বছর তাঁর নানাভাই মারা যাওয়ার পর সেই বছর ইদটা কষ্টেই কেটেছে নায়িকার। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন পরী। যদিও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই পরীর নতুন প্রেমে পড়া নিয়ে চর্চা রীতিমতো তুঙ্গে।   

Advertisement

POST A COMMENT
Advertisement