Advertisement

আমাদের সম্পর্কে

আজতক ফ্যাক্ট চেক, টিভি টুডে নেটওয়ার্কের অংশীদার। ফ্যাক্ট চেক সেকশন আজতক ওয়েবসাইটের অংশ। কিন্তু এই সেকশনের ব্যবস্থাপনা পৃথক ও স্বতন্ত্র ভাবে ইন্ডিয়া টুডে-আজতক এর সম্পাদকীয় টিমের দ্বারা পরিচালিত হয়।

আজতক ফ্যাক্ট চেক টিম:- Fact check team

 

বালকৃষ্ণ:

বালকৃষ্ণ ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ফ্যাক্ট চেক টিমের দায়িত্বে রয়েছেন।

টিভি সাংবাদিকতায় ওঁর ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং গত ২২ বছর ধরে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর সঙ্গে কাজ করছেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) কভার করেছেন ও ইন্ডিয়া টুডে গোষ্ঠীর আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য সংসদ ভবন থেকে রিপোর্টিংও করেছেন। বালকৃষ্ণ আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞানের মতো বিবিধ বিষয়ে কভার করেছেন। যার জেরে দেশ-বিদেশও সফর করেছেন বহু।

উনি অনেক রাষ্ট্রীয় ও বিধানসভা নির্বাচন কভার করেছেন। জাপানে আয়োজিত জি-৮ সামিট থেকে শুরু করে ছত্তীসগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় বিধানসভা নির্বাচনের সময় সাংবাদিকতা করার অভিজ্ঞতা রয়েছে। উত্তরপ্রদেশে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ব্যুরো চিফের দায়িত্বেও ছিলেন। ইন্টারনেট টুলস ব্যবহার করে তথ্য যাচাইয়ের সাংবাদিকতা ওঁর প্রথম পছন্দ। কোনও বিষয় খুব কাজ থেকে দেখে পরীক্ষা করার উপরেই ভরসা করেন। এছাড়াও গান, ফটোগ্রাফি ও বেড়াতে ভালোবাসেন।

ঋদ্ধীশ দত্ত

ঋদ্ধীশ ২০২১ সাল থেকে আজতকের ফ্যাক্ট চেক দলের  সঙ্গে যুক্ত। বর্তমানে প্রিন্সিপাল করেসপন্ডেন্ট-এর ভূমিকায় রয়েছেন। বাংলার ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা দশ বছর হতে চলল। রাজনীতি নিয়ে লেখালেখির পাশাপাশি খেলাধুলা এবং গান নিয়ে বিশেষ আগ্রহ সর্বদাই রয়েছে। আজ তকে আসার আগে TV9 বাংলা ডিজিটাল এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে তিনি কাজ করেন। 

সুরাজউদ্দিন মণ্ডল

২০২৪ সাল থেকে সুরাজউদ্দিন আজ তক ফ্যাক্টচেক দলের একজন সদস্য। শেষ পাঁচ বছর ধরে সুরাজ বাংলার বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা করছেন। এর আগে ইনশর্টস-সহ একাধিক বাংলা নিউজ পোর্টালে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অবসর সময়ে সুরাজ বই পড়তে ও ফুটবল খেলা দেখতে পছন্দ করেন।

Advertisement