Advertisement
দেশ

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের ভিতর কেমন? ছাপ্পান্ন ভোগে কী আছে? দেখুন লেটেস্ট ছবি

  • 1/10

২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সেজে উঠেছে নবনির্মিত রাম মন্দির। 

  • 2/10

রাজস্থান থেকে আনা পাথর দিয়ে তৈরি হয়েছে রাম মন্দির। হাজার বছর অক্ষত থাকবে। 

  • 3/10

হাজার বছর আয়ু দেওয়ার জন্য কোনও সিমেন্ট ও রডের ব্যবহার করা হয়নি। 

Advertisement
  • 4/10

প্রাণ প্রতিষ্ঠার আগে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির। 

  • 5/10

ফুল ও আলোয় অযোধ্যার রাম মন্দিরে তৈরি হয়েছে ঐশ্বরিক আবহ।

  • 6/10

২২ জানুয়ারি ১২টা বেজে ২০ মিনিটে রাম মন্দিরে শুভ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

  • 7/10

রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার মনোরম রূপ দেওয়া হয়েছে রাম মন্দির। এমন মন্দির ভূভারতে বোধহয় দ্বিতীয় নেই।        

Advertisement
  • 8/10

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে সেজে উঠেছে অযোধ্যা শহরও। গোটা শহরই ভেঙেচুরে নতুনভাবে তৈরি হয়েছে। 

  • 9/10

ছপ্পন ভোগ থালি ভোগ দেওয়া হবে রামলালাকে। ৫৬ ধরনের খাবার রয়েছে এই থালায়। প্রতিটি খাবার একটি করে রুপোর বাটিতে আছে। যাতে খোদাই রয়েছে শ্রী রামের নাম। রসগোল্লা, গুলাব জামুন, লাড্ডু, বরফি রয়েছে মিষ্টির তালিকায়। বিশেষ করে 'তুলসী কি মিঠাই', যা শ্রী রামের প্রিয়। তুলসী পাতা থেকে মিষ্টি তৈরি 

  • 10/10

লখনউয়ের একশো বছরেরও বেশি পুরনো একটি দোকান মধুরিমা সুইটস এই ছপ্পন ভোগ থালি তৈরি করেছে। শুক্রবার সন্ধ্যায় রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের কাছে থালিটি হস্তান্তর করা হয়েছে।

Advertisement