Advertisement
মনোরঞ্জন

Anant- Radhika's Pre-Wedding: করিনা-দীপিকা থেকে আলিয়া, অনন্ত- রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশনে চাঁদের হাট

  • 1/8

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন এই মুহূর্তে আলোচনায়। টানা তিনদিন ধরে শুধু ভারতীয়রাই নয়, বিদেশ থেকেও বড় মাপের তারকারা হাজির হয়েছেন।
 

  • 2/8

করিনা কাপুর, সইফ আলি খান ও জুটির দুই ছেলে তৈমুর- জেহ, গিয়েছেন জামনগরে। এই ছবিতে সইফিনার সঙ্গে রয়েছে তৈমুর। যা নজর কাড়ছে সকলের।    
 

  • 3/8

সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপও দীপিকা পাড়ুকোনের সঙ্গেও ফটোশ্যুট করেছেন। 
 

Advertisement
  • 4/8

দুই বলিউড অভিনেতা অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে একসঙ্গে দেখা গেল স্পেশাল অনুষ্ঠানে।
 

  • 5/8

গাঢ় নীল বডিকন ড্রেসে আলিয়া ভাট সকলের নজর কেড়েছেন।
 

  • 6/8

ক্রিকেটার ডোয়াইন ব্রাভো সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান ও রণবীর সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
 

  • 7/8

রণবীর সিংকে ফটোশ্যুট করতে দেখা গেল সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপের সঙ্গে।
 

Advertisement
  • 8/8

আম্বানি পরিবারের ছোট ছেলের এই বিশেষ অনুষ্ঠানের জন্য জামনগর, গুজরাটকে বেছে নেওয়া হয়েছে। কারণ আম্বানি পরিবারের কাছে এই শহরের সঙ্গে গভীর পারিবারিক সম্পর্ক রয়েছে। শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টে সঙ্গে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠান এই মুহূর্তে শিরোনামে।

Advertisement