'রাম নবমীতে শক্তি দেখাবেন তো? জয় শ্রী রামের ধ্বনি উঠবে। কেউ বাড়িতে থাকবেন না। ধ্বজ নিয়ে নামুন। হিন্দুরা শক্তি দেখান'। বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।