কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ঘূর্ণিঝড় মন্থা। যে গতিতে উপকূলের দিকে এগিয়ে চলেছে, তাতে আজ রাতের দিকেই ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন কখন-কোথায় ল্যান্ডফল? আজ অর্থাত্ মঙ্গলবার রাতেই সম্ভবত অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। তখন এর সর্বোচ্চ গতিবেগ হয়ে যাবে ১১০ কিমি প্রতি ঘণ্টা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। IMD জানাচ্ছে, মূলত অন্ধ্রপ্রদেশের উপকূলে তাণ্ডব চালাবে এই সাইক্লোন। পশ্চিমবঙ্গে কী প্রভাব ?