বুর্জ খালিফার পর ডিজনিল্যান্ড। এবার শ্রীভূমির পুজোর (Sreebhumi Sporting Club) থিম কী তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। প্রতিবার দুর্গাপুজোয় (Durga Puja 2025) চমক দেয় ভিআইপি রোডের ধারের এই ক্লাব। রথের (Rath Yatra 2025) দিন খুঁটি পুজোতেই থিম প্রকাশ্যে আনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারেও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) এই পুজোর অন্যতম উদ্যোক্তা। তিনি নিজেই জানালেন এবারের থিম।