আমাকে স্টেন গান, পাইপ গান নিয়ে তাড়া করেছিল সিপিএমের গুন্ডারা। শ্রীহরির পাশে একটা রেস্তরাঁর ভিতরে ঢুকিয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা। বাম জমানার ছাত্র ভোটের কথা মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়।