লালবাগচা রাজা। নাম শুনলেই চোখের সামনে ভাসে বিশালাকৃতির গণেশর মূর্তি। অলংঙ্কারে সজ্জিত সেই গণেশ মূর্তির দর্শন করতে প্রতি বছর মুম্বইয়ে লক্ষ লক্ষ মানুষে ভিড় হয়। বাদ পড়েন না সেলেবরাও। প্রতি বছরের মতো এবারও মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপ তৈরি হয়েছে বিশেষ একটি থিমের উপর ভিত্তি করে। এবছরের থিম রামেশ্বরম মন্দির। তিরুপতি বালাজির ধাঁচে তৈরি করা হয়েছে গণেশের মূর্তি। ১৪ ফুট উঁচু গণেশের মূর্তির পরনে রয়েছে ভেলভেট কাপড়ের রানি-পিঙ্ক রংয়ের ধুতি। এক হাতে শঙ্খ, অপর হাতে চক্র। যা পবিত্রতা এবং সুরক্ষার প্রতীক। দেখুন সেই ভিডিও