নয়াদিল্লিতে ভজনের সুরে নাচলেন প্রধানমন্ত্রর অর্থনৈতিক পরামর্শদাতা সঞ্জীব সান্যাল। রীতিমতো নেচে ফাটিয়ে দিলেন গুরুগম্ভীর অর্থনীতিবিদ। X এ ভাইরাল হয়েছে সেই ভিডিও। এমন উচ্চপদস্থ আধিকারিকেরও যে অজানা দিক থাকতে পারে, তা দেখে অবাক নেটিজেনরা।