ভিন ধর্মের হলেও প্রতিবছর ঘটা করে গণপতি বাপ্পার পুজো করেন সলমন খান। বোন অর্পিতার বাড়িতে এবছরও আয়োজন হয়েছিল গণেশ পুজোর। সেখানেই পরিবারের সকল সদস্যের সঙ্গে যোগ দিয়েছিলেন ভাইজানও। তাঁর গণেশ আরতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে।