'দেশের জনসংখ্যার ভারসাম্য ঠিক রাখার জন্য একটি পরিবারের তিনটি সন্তান থাকা উচিত। তিন সন্তান থাকলে তাহলে মা-বাবার স্বাস্থ্য ভালো থাকে।' RSS-এর ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে এমনই মতপ্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। এদিন তিনি আরও বলেন, 'দেশের উন্নতির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তিনটির বেশি সন্তান নেওয়া উচিত নয়। ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তানের কথা বলা হয়েছে। যার অর্থ একটি পরিবারে তিনটি সন্তান। প্রতিটি নাগরিকের এটা নিয়ে ভাবা দরকার। দেশের মানুষের তিনটি সন্তান নেওয়ার কথা বিবেচনা করা উচিত। যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে।'