এই বছরের বর্ষা যেন তাণ্ডব চালিয়েই চলেছে হিমাচল প্রদেশে। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিতস্তা নদী ফুলে ওঠায় কুল্লু-মানালি-লেহ জাতীয় সড়কের (এনএইচ-৩) একাধিক অংশ ও সেতু ভেঙে পড়েছে। মানালি যাওয়ার পথে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে পড়ায় আটকে গিয়েছেন পর্যটকরা। মানালির কাছে বাহাং ও আশপাশের গ্রামে দোকান, ধাবা, ছোট হোটেল ভেসে গেছে। রাতারাতি নদীর জল গ্রামে ঢুকে পড়ায় বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। প্রশাসন উদ্ধার কাজে নেমেছে এবং স্থানীয়দের বিপদসঙ্কুল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টি চলবে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত।