লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল বিতর্কের সময় AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি প্রতিবাদস্বরূপ বিলের কপি ছিঁড়ে ফেললেন। তিনি বলেন, 'মহাত্মা গান্ধীর মতো আমিও এই বিল ছিঁড়ে ফেলছি।' যা ১৯১৯ সালের রাউলাট আইনের বিরুদ্ধে গান্ধীর প্রতিবাদের স্মরণ করিয়ে দেয়।