'দুনিয়ার সবচেয়ে বড় দল হিসেবে দাবি করে। অথচ বিজেপি এখন জাতীয় সভাপতি বাছতে পারল না!' লোকসভায় কটাক্ষ অখিলেশ যাদবের। শাহের জবাব,'অন্য দলে পরিবারের ৫ জনই জাতীয় সভাপতি বাছে। আমাদের ১২-১৩ কোটি সদস্যদের মধ্যে থেকে বাছতে হয়'।